অপরাধ

বরিশাল ইফতার ও কাঁচা বাজারে তদারকি অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ডেস্ক রিপোর্ট

২৮ মার্চ ২০২৩ , ১১:০৮:৪৬ প্রিন্ট সংস্করণ

 

মোঃ জহিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার

বরিশাল বাংলাবাজার , আমতলার মোড় ও চৌমাথা বাজার সহ বিভিন্ন এলাকায় তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে আজ মঙ্গলবার ( ২৮শে মার্চ ২০২৩ ইং ) তারিখে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক জনাব সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুমি রানী মিত্র।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন এপিবিএন ১০ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content