অপরাধ

আগাছানাশক স্প্রে করে পুঠিয়ায় ৩ বিঘা গম খেত পুড়িয়ে দেয়ার অভিযোগ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়ায় আগাছা নাশক ওষুধ দিয়ে তিন বিঘা জমির গম খেত পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় ৪ জনের নামে সাধারণ ডায়েরি করেছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগি রেখা বেগম বলেন, পারিবারিক কলহে এক বছরের বেশী সময় থেকে বাবার বাড়িতে থাকেন। তার স্বামি নকির উদ্দীন তার কোনো যোগাযোগ ও খোজ খবর রাখেন না। এখানে পিতার জমিতে চাষাবাদ করে দিন পার করেন। সম্প্রতি স্বামি নকির উদ্দীন তাকে বিভিন্ন ভাবে হুমকি ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। সে সূত্রে গত সোমবার দিবাগত রাতের যেকোনো সময় তিনি ও আরো দুই তিনজন সহযোগি মিলে আমার বপনকৃত তিন বিঘা গম খেতে আগাছা নাশক স্প্রে করেন। এরপর সকালে গিয়ে দেখি জমিতে থাকা সব গম গাছ গুলো পুড়ে শুকিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আমার স্বামিসহ আরো তিন জনের নামে থানায় জিডি করেছি।

অভিযুক্ত স্বামি নকির উদ্দীন বলেন, স্ত্রীর সাথে বিবাদ থাকলেও ফসলের ক্ষতি আমি করিনি। কেবা কাহারা করেছেন তাও আমার জানা নেই।

এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, ফসল পুড়িয়ে দেয়ায় অভিযোগে এক মহিলা তার স্বামির বিরুদ্ধে থানায় ডায়েরিভুক্ত করেছেন। আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content