৬ মার্চ ২০২৩ , ৯:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ
বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬ই মার্চ সোমবার পপি দিশারী প্রকল্পের দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দাতা সংস্থা পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল এর অর্থয়ানে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। সভায় আলোচনায় অংশ নেয়, অঞ্জন কুমার ছিসাম (দিশারী প্রকল্প সমন্নয়ক কিশোরগঞ্জ), মোছাঃ বিলকিছ আক্তার বানু (দিশারী প্রকল্প সমন্নয়ক মিঠামইন), মোঃ কামরুল ইসলাম (রেজিলিয়েন্স কর্মকর্তা (পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল), মোঃ শফিকুল আলম (দিশারী প্রকল্প পপি), কাটখাল ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বৈরাটি ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ, মিঠামইন থানার ওসি কলিন্দ্র নার্থ গোলদার, ডাঃ মোহাম¥দ আলী প্রমূখ। অনুষ্ঠানে অঞ্জন কুমার ছিসাম বলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা ৪টি ইউনিয়নে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাটখাল, ঢাকী ও বৈরাটি।