বিনোদন

প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে আদালতে মামলা করলেন শাকিব

ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২৩ , ৩:৫১:৫০ প্রিন্ট সংস্করণ

 

মোঃ আঃ রহিম জয়
সিনিয়র স্টাফ রিপোর্ট
ঢাকা জেলা

ধর্ষণসহ বেশ কিছু অভিযোগ আনা প্রযোজক রহমত উল্ল্যাহর নামে আদালতে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ পরে আসামি রহমত উল্ল্যাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

এর আগে গত ১৫ মার্চ শাকিবের বিরুদ্ধে ধর্ষণসহ নানা বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ জানান অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহ।

তবে এই অভিযোগ অস্বীকার করে এর বিপরীতে ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে শনিবার (১৮ মার্চ) গুলশান মডেল থানায় প্রায় দেড় ঘণ্টার মতো অবস্থান করেন সুপারস্টার। কিন্তু থানা মামলা না নেওয়ায় রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হন তিনি।

 

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content