৮ জুলাই ২০২৪ , ১২:৩৮:২০ প্রিন্ট সংস্করণ
বগুড়ায় “কাচ্চি ভাই” এবং “সিরাজ চুই গোস্ত” ২টি প্রতিষ্ঠানের জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার, বগুড়া অফিসঃ বগুড়া জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার যৌথ অভিযানে “কাচ্চি ভাই” এবং “সিরাজ চুই গোস্ত” ২টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
আজ রবিবার ৭ জুলাই বিকেলে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় অবস্থিত “কাচ্চি ভাই” এবং “সিরাজ চুই গোস্ত” রেস্টুরেন্টে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া এর যৌথ অভিযান পরিচালিত হয়।
এসময়, মেয়াদোত্তীর্ণ আচার এবং বোরহানি খাবারের সাথে পরিবেশন করার অভিযোগে প্রায় ২৪ কেজি মেয়াদোত্তীর্ণ আচার এবং আনুমানিক ৩০ লিটার বোরহানি জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়। মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় “কাচ্চি ভাই” বগুড়াকে ১ (এক) লক্ষ টাকা এবং “সিরাজ চুই গোস্ত” রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকাসহ মোট ১ (এক) লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
যৌথ অভিযান পরিচালনা করেন, বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এবং সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোঃ মেহেদী হাসান উক্ত অভিযানে নেতৃত্ব দেন। এসময় ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন এবং বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম নিরাপত্তার দায়িত্ব পালন করে।