রূপসায়”শ্রমীকলীগের আয়োজনে নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা
মোল্লা জাহাঙ্গীর আলম /খুলনা //
দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীকে বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলামের নেতৃত্বে নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড রূপসা ডিগ্রী কলেজ কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫ টায় অত্র ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।২নং সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক আ. সাত্তার শেখ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মফিজুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আক্তার হোসেন খান, আলহাজ্ব মো. শাহাজাহান শেখ, পল্লি চিকিৎসক মো. মাজেদ শেখ,
খুলনা জেলা কৃষক লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু আহাদ হাফিজ বাবু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
রূপসা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শেখ মো. আবু তাহের, মো. আবু সালেহ বাবু, মো. কুতুব উদ্দিন শেখ, মো. গোলাম মোস্তফা, মো. ইশারাত হোসেন ইশা, মো. কবির শেখ, মো. সোহেল হোসেন লিটন, মো. লিটু বিশ্বাস,
মো. মিলন শেখ, জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান, মো. ইসহাক শেখ, মো. আবুল বেপারি, মো. আনোয়ার হোসেন, এশারাত হাওলাদার, মো. জামাল শেখ, মজনু মিয়া হাওলাদার, মো. জুয়েল শিকদার, সাইফুল বিশ্বাস, হারেজ শেখ, ফজলু মাতুব্বর প্রমুখ।
এর আগে (১৮ ডিসেম্বর) বাগমারা ২নং ওয়ার্ড রূপসা ডিগ্রী কলেজ সেন্টার নির্বাচন পরিচালনা ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।