২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:০৫:০৭ প্রিন্ট সংস্করণ
জহুরুল ইসলাম হালিম, জেলা প্রতিনিধি রাজবাড়ী>>
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি, দস্যুতা, অস্ত্র, মাদক, নারী ও শিশুসহ মোট ১৮ মামলার (দুটি মামলার পরোয়ানাভুক্ত) আসামি গ্রেপ্তার।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফরিদপুর কোতয়ালী থানা এলাকা হতে আরমান হোসেন রনিকে (২৬) গ্রেপ্তার করা হয়।
সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়ার সুলতান ড্রাইভারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আরমান হোসেন রনি একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৮টি ডাকাতি প্রস্তুতি, ১টি মাদক, ২টি নারী ও শিশু এবং ৩টি অন্যান্য মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সে।
তিনি আরও বলেন, দীর্ঘ দিন পলাতক থাকা রনিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।