অপরাধ

দুর্গাপুরে ভারতীয় জাল রুপি ও তৈরি সরঞ্জাসহ আটক ২

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৩ , ৩:০২:০৫ প্রিন্ট সংস্করণ

 

মোঃ মাসুম বিল্লাহ
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় জাল রুপি ও তৈরি সরঞ্জাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় জাল ভারতীয় রুপি ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। রোববার (১৯ মার্চ) রাতে কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা চৌরাস্তা বাজার থেকে তাদের আটক করা হয়। পরে সোমবার (২০ মার্চ) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার(তদন্ত)ওসি মোহাম্মদ নূরুল আলম।

আটকৃতরা হলো,উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা গ্রামের মো.আব্দুল কাদিরের ছেলে সুমন আলী(২২) ও লোহাচোরা গ্রামের মো.শরাফত আলীর ছেলে রিয়াদ(২০)।

এ নিয়ে থানার(তদন্ত)ওসি নুরুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভেন্নাকান্না চৌরাস্তা বাজারের সুমন ফার্মেসী নামের একটি দোকানে অভিযান পরিচালনা করে ২ যুবককে আটক করা হয়। তাদের থেকে ভারতীয় ৪১২পিস জাল রুপি,ছাপানোর রঙ্গিন প্রিন্টার ও রুপী ছাপানোর কাগজ ১৪ পিস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content