খেলাধুলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ পালিত।

ডেস্ক রিপোর্ট

৬ এপ্রিল ২০২৩ , ৫:৫৪:৩৭ প্রিন্ট সংস্করণ

মোঃ সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা  প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আহমেদ মাহবুব-উল-ইসলামসভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ;
জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content