ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Developer Zone
মার্চ ৩, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট লিয়াকত শিকদার বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আজকের বাংলাদেশ শ্মশান হয়ে গিয়েছিল। সেই শ্মশানকে স্বর্গে পরিনত করেছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে কোন বিদ্যালয়ের সুদৃশ্য ভবন ছিল না। এখন স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি আরো বলেন, ‘আজ পদ্মা সেতুর জন্য পৌনে দুই ঘন্টায় ঢাকা থেকে আসা যায়। আগে ৬ থেকে ৮ ঘন্টা লাগতো। পদ্মা সেতুর কল্যাণে এই অঞ্চল শিল্পোন্নত হবে।’ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা বড় হয়ে কখনো দুর্নীতি করবে না। তোমাদের দেশপ্রেম থাকতে হবে। বড় হয়ে তোমরা কখনো বাবা-মাকে ভুলে যাবে না। তোমরাই হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে অবস্থিত শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কাজী নজরুল ইসলাম। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু এবং বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক জাহিদুল হক পল্লব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন আহমেদ, বোয়ালমারী মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মোল্যা আশিক, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ধর, মোহাম্মদ হারুন মোল্যা প্রমুখ। নৃত্যশিল্পী রতন বিশ্বাসের কোরিওগ্রাফিতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। ক্রীড়া প্রতিযোগিতার পরদিন ৪ মার্চ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শনিবার অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।