খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন।

ডেস্ক রিপোর্ট

১২ মার্চ ২০২৩ , ৮:২৮:২৭ প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলায় জমকালো আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
১২ মার্চ রোববার শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাইম ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও এসএমই শাখার এসইও ও শাখা প্রধান মো: আব্দুল ওয়াহেদ মিয়া, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আবু তৈয়ব মো: মনিরুল হুদা হেলাল, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েম জুলফিকার, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিভাষ রায় মানস সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহনকারী টিমের খেলোয়াড়বৃন্দ। উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় “ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়” টিম। প্রতিদ্বন্দি টিম ছিল “সালন্দর উচ্চ বিদ্যালয়” টিম। খেলা ৫০ ওভারে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৪টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো উদ্বোধনীর ২টিম, হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয় টিম। অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান চয়ন ও মাহাবুব আলম মনু। স্কোরারের দায়িত্ব পালন করেন মেজবাউল ফেরদৌস

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content