অপরাধ

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক!

ডেস্ক রিপোর্ট

৩ এপ্রিল ২০২৩ , ১২:৫৫:৫৪ প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে নগ্ন পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত ২৯ টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো নওগাঁ পত্মীতলার মোবারকপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা, ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক, ঘনি বিষ্টপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আরিফুল ইসলাম ও সেনিহারী গ্রামের বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান।
রবিবার সন্ধ্যায় শহরের হাজীপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
সদর থানার ওসি কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নগ্নছবি ও ভিডিও সংগ্রহ করে তারা পর্নোগ্রাফি তৈরি করে পুনরায় সামাজিক মাধ্যমে আপলোড করে । তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে ওসি কামাল হোসেন জানান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content