ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, এক নারী নিহত : আহত-২

Developer Zone
মার্চ ১৯, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি:-

পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের কদমতলা এলাকায় একটি মোটরসাইকেলে বিপরীত দিক হতে আসা বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারী মারা গেছে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহত নারীর ৩ বছরের সন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছে। আজ রবিবার (১৯ মার্চ ) সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কে এ ঘটনা ।

নিহত নাজমিন বেগম (৩০) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বুনিচাকাঠী গ্রামের আলমগীল মোল্লা স্ত্রী এবং পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকার ইলিয়াস দরানীর মেয়ে।
পিরাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ একরাম হোসেন জানান, পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার চাচীর মৃত্যুতে দাফনের পরে স্বামীর সাথে মোটরসাইকলে যোগে এক সন্তানকে নিয়ে নাজিরপুরের বুইচাকাঠী গ্রামের শ^শুরবাড়ীতে যেতে ছিলো নিহত নাজিমন বেগম। সকাল ১০ টার দিকে কদমতলা এলাকার রাস্তায় বিপরীত দিক দিয়ে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গাড়ী থেকে ছিটকে পরে নাজমিন বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকলে থাকা নাজমিনের ৩ বছরের সন্তান সুমাইয়া ও স্বামী আলমগীর মোল্লা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক ডা: মোঃ রমজান জানান, গৃহবধূ নাজমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এছাড়া আহত শিশু সুমাইয়া ও তার পিতা আলমগীলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।