দেশজুড়ে

স্বাধীনতার ৫২ বছর প্রত্যাশা ও প্রাপ্তি, বইয়ের মোড়ক উন্মোচন এবং সেমিনার অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট

২৯ মার্চ ২০২৩ , ৪:১২:৫৮ প্রিন্ট সংস্করণ

 

মোঃ জাহাঙ্গীর আলম,
স্টাফ রিপোর্টার।

আজ ২৯শে মার্চ ঢাকা জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার ৫২ বছর প্রত্যাশা ও প্রাপ্তি নামক একটি বই এর মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত হয় ।

বীর মুক্তিযোদ্ধা জনাব র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জনাব এ,কে আব্দুল মোমেন এমপি।এছাড়া সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুল হক এমপি। এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বইটির নামানুসারে বর্তমানে দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারন সন্পাদক জনাব আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। তাছাড়া উক্ত স্বাদীনতার ৫২ বছর, প্রত্যাশা ও প্রাপ্তি নামক বইটির মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি,বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস ছালাম, জনাব জাফর ওয়াজেদ,প্রকৌশলী মোহাম্মদ হোসেন প্রমুখ। বইটির মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠানে বক্তাগন বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলে সারাদেশে উন্নয়নের যে বিপ্লব ঘটেছে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছেন এবং উন্নয়নের ধারাবাহিকতায় আগামীতে আরও কিকি উন্নয়ন পরিকল্পনা গ্রহন করেছেন তা বক্তাগন উপস্থাপন করেন। স্বাধীনতার ৫২ বছর, প্রত্যাশা ও প্রাপ্তি বইটির মোড়ক উন্মোচন সেমিনার অনুষ্ঠানটি সন্চালনা করেন, বইটির লেখক দৈনিক প্রাচ্যবানী পত্রিকার প্রকাশক অধ্যাপক জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content