২ মার্চ ২০২৩ , ৬:০৪:২৪ প্রিন্ট সংস্করণ
টনি পাল, চট্টগ্রাম স্টাফ রিপোর্টার:
গত ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ইং চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকার গোলাম আলী নাজির সড়ক ৪ং ওয়ার্ডের চান্দগাঁস্ত মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ চান্দগাঁও শাখার উদ্যোগে এক নির্বাচনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাওলানা সৈয়দ নাছের কাদেরী চাটগামী এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি দক্ষিণ চান্দগাঁও শাখার সহ সভাপতি মোহাম্মদ গোলাম রসূল মানিক। সভাপতি হিসেবে নির্বাচিত হয় এম. করিম উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় এম. মিজান ফারুক। সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন। সহ-সভাপতি প্যানেলে নির্বাচিত হন মোহাম্মদ গোলাম রসূল মানিক, আহমদউল্লাহ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এম. আলমগীর, সাংগঠনিক সম্পাদক – মাওলানা সৈয়দ নাছের কাদেরী চাটগামী, সহ সাংগঠনিক সম্পাদক – নুরুল আলম, অর্থ সম্পাদক – মোহাম্মদ লোকমান সওদাগর, সহ অর্থ সম্পাদক প্যানেল – বাহাদুর মিয়া সওদাগর, মোহাম্মদ সবুজ সওদাগর, প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ জুনায়েদ হোসাইন।
উক্ত নির্বাচনী অনুষ্ঠানে সকল সদস্যরা বিভিন্ন পদে বিপুল ভোটে নির্বাচিত হয়। উক্ত অনুষ্ঠানের পর সমস্ত মুসলিম জাহানের শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাছের কাদেরী চাটগামী। তবারক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।