১৪ মার্চ ২০২৩ , ৯:৪৪:০২ প্রিন্ট সংস্করণ
বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পাঠক নন্দিত জাতীয় দৈনিক আমার সংবাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সত্যের সন্ধানে প্রতিদিন শ্লোগানে ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত জাতীয় দৈনিকটি অন্যান্য পত্রিকা থেকে আলাদা ও বাস্তবমুখী সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আমার সংবাদের এগারো বছরে পদার্পন উপলক্ষে মঙ্গলবার ১৪ মার্চ সকাল ১০ টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই মন্তব্য করেন। কেক কাটা ও আনন্দ অনুষ্ঠান শেষে সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণে পত্রিকা হাতে নিয়ে ফটো সেশন করেন। অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে আমার সংবাদের দশ বছরের সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি,জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ দাউদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন,সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম,পৌরসভার মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী,জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি,জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ইফতেখার উদ্দিন শাহিন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডা:মোহাম্মদ সালাহউদ্দিন মিঠু,স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক কামাল,বিশিষ্ট ব্যাবসায়ী উবায়দুর রহমান শাকিল,করগাও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতন,জাতীয় বিতর্কবিদ রাকিবুল হান্নান মিজান,চরফরাদী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড.মিজান,সংবাদপত্র এজেন্ট এম এ সাদেক মুকুল,যায়যায়দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক- সহ বিপুল সংখ্যক নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।