২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১৮:৫৭ প্রিন্ট সংস্করণ
মো: জাকারিয়া হোসেন, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধুনিক কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।(২৭ ফেব্রুয়ারী/২০২৩খ্রী:) সোমবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর জনাব আজাদ রহমান শাহজাহান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মামুনুর রশীদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা কৃষি অফিসার আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব এহসানুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মনিরুল গনি চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব মো: জসিম উদ্দিন প্রমূখ।