৮ এপ্রিল ২০২৩ , ২:০৩:২৮ প্রিন্ট সংস্করণ
মো শরিফুল ইসলাম
স্টাফ রিপোর্টের, কুষ্টিয়া।
বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে। হঠাৎ ধর্মঘট হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে চলাচলকারী যাত্রীরা।পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসা হয়। কিন্তু গত বুধবার বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে শ্রমিক ইউনিয়নের লোকজন। এর প্রতিবাদে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, ‘ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস ধর্মঘট চলমান রয়েছে। কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান দৈনিক বাংলাদেশ সংবাদ বলেন, ‘ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। চলমান বাস ধর্মঘটের বিষয় নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের সঙ্গে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।