দেশজুড়ে

শেখ আব্দুর রাজ্জাক একাডেমীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১০:৫৩ প্রিন্ট সংস্করণ

 

মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদার সঙ্গে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শেখ আব্দুর রাজ্জাক একাডেমীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় শেখ আব্দুর রাজ্জাক একাডেমীর পক্ষে বিদ্যালয়ের শহীদ মিনারের মূল বেদিতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু মলয় বোস পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৮টায় বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর শেখ আব্দুর রাজ্জাক একাডেমীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‍্যালি বের হয়। স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও শিক্ষক প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে র‍্যালি শেষ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। শেখ আব্দুর রাজ্জাক একাডেমীর প্রধান শিক্ষক বাবু মলয় বোস এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুর করিম শেখ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জুয়েল খান, মিজানুর রহমান, মুকুল বোস, মামুন শেখ, ইয়াসমিন আক্তার শিলা, মুক্তা পারভীন, রাশিদা সুলতানা, সপ্না সমাদ্দার, সোনিয়া, শারমিন খানম প্রমুখ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content