আইন

আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২৩ , ১১:২৯:২০ প্রিন্ট সংস্করণ

SONY DSC

 

সীমান্ত সাহা,সদর উপজেলা প্রতিনিধি

মঙ্গলবার (২১ মার্চ) দিনগত রাতে জেলার মনোহরদী উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ডাকাত সদস্য আরিফ হোসেন (৩০), সুমন মিয়া (৩০), রিজন খান(৩৪), রুবেল মিয়া (৩০), রূপচান মিয়া (৪৫), নজরুল ইসলাম (৩২) ও ইব্রাহীম মিয়া (২৪)। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, চাইনিজ কুড়াল ও ২ট চাপাতী জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেফতারদের মধ্যে ৫ ডাকাত মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
অন্য তিন ডাকাত সদস্য জেলার সদর উপজেলার সালিধা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content