৭ মার্চ ২০২৩ , ৬:২১:০৮ প্রিন্ট সংস্করণ
পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//
বরিশালে দোলাযাত্রা হলি উৎসব অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় এই দোলযাত্রা হলি উৎসব শুরু হয়। গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন মন্দিরে পূজার মাধ্যমে দোলযাত্রার উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবে সামিল হয়ে সনাতন ধর্মের শিশু থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। এ উপলক্ষে বরিশাল নগরীর সদর রোড শ্রী গুরু মন্দিরে তিন দিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে অসংখ্য নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। নগরীর কাউনিয়া এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী পার্থ দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবি দোল পূর্ণিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন।
এ কারণে প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দোলযাত্রা হলি উৎসব পালন করেন।নাথু দাস নামে এক ভক্ত বলেন, সদর রোড জগন্নাথ মন্দিরে রঙ খেলায় অংশ নিতে এসেছিলেন বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশুরা।এছাড়াও নগরীর শ্রী শ্রী শংকর মঠ, রাঁধা কৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন,সদররোড শ্রী গুরু মন্দির,কাউনিয়া লোকনাথ মন্দির,নতুন বাজার অষ্টকোনা মন্দির,স্ব রোড রাধাকৃষ্ণ মন্দির, বাজার রোড লোকনাথ মন্দির,ও সরকারি ব্রজমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোলযাত্রা হলি উৎসব অনুষ্ঠিত হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালিত হয়ে থাকে পঞ্জিকার হিসাবমতে মঙ্গলবার এই উৎসবের দিন। তবে তিনদিন আগেই শ্রীগুরু মন্দিরে যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করেন। জাতি ধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে সব ধরনের লোকজন এ অনুষ্ঠানে হলি খেলায় মেতেছেন। হোলি খেলায় বিভিন্ন হিন্দু সংগঠন অংশগ্রহণ করেন। সংগঠন গুলো হলো পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ ব্রাহ্মণ সংসদীয় কমিটি। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা শাখা। অংশ নেয়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটি সভাপতি পলাশ চন্দ্র দাস বলেন- এবার উৎসবে অংশ নিতে পেরে বেশ উপভোগ করেছেন।