১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ
মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পল্লী চিকিৎসককে চেম্বারে ঢুকে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরে এ হামলা বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আসলাম হোসেন পাশের উপজেলা আলফাডাঙ্গার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে দাঁতের পল্লী চিকিৎসক হিসেবে রোগি দেখেন। পূর্ব বিরোধের জেরে গত ১৬ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টার দিকে ১৮/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আসলাম হোসেনকে আক্রমণ করে। এ সময় আক্রমণকারীরা আসলাম হোসেনকে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলাকারীরা টেবিরের ড্রয়ারে থাকা ৩ লাখ টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করেন।
এ ঘটনায় আসলাম হোসেন বাদী হয়ে শনিবার রাতে আলফাডাঙ্গা থানায় এজাহারনামীয় ৮ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে একটি মামলা করেছেন। মামলার আসামীরা হলেন- বোয়ালমারী উপজেলার রামদেবনগর গ্রামের মো. কামরুল শেখ, মুজাহিদ শেখ, শাহিন শেখ, ছাব্বির বিশ্বাস, আবুল বেপারি, হামিদুল মোল্যা, ইয়াছিন শেখ, লিয়াকত হোসেন প্রমুখ। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ মুজাহিদ শেখ ও মতিয়ার শেখকে শনিবার রাতেই গ্রেফতার করেছে।