ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

একুশের বুলি

Developer Zone
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

অমিত সেন
মুখে মুখে আজ একুশের বুলি
দিবস পেরোলে বাংলায় ভুলি।
শুরু হয় পুনশ্চ ইংরেজি ফরাসির চর্চা
বাবুদের বাবুআনাতে বাংলা তখন পানসা।
ফুলে ফুলে ছেয়ে যায় আজ শহিদ মিনার,
দিবস পেরোলে হয়ে যায় বখাটেদের দরবার।
জমতে থাকে সেই পুণ্যথানে আবার ময়লার স্তূপ,
সূর্য সন্তানেরা পাই না তো সূর্যের সোনালি ধুপ।
কালে কালে বিকশিত হোক একুশের প্রসারতা,
একুশের বুলিতে কাটুক নিরক্ষরের নিরক্ষরতা।
কোনো দিন না আসে যেন একুশের বুলিতে বাধা
একুশের বুলিতে সমৃদ্ধ হোক, বাংলার ইতিহাসের পাতা।

শেয়ার করুন: