২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৩:১১ প্রিন্ট সংস্করণ
অমিত সেন
মুখে মুখে আজ একুশের বুলি
দিবস পেরোলে বাংলায় ভুলি।
শুরু হয় পুনশ্চ ইংরেজি ফরাসির চর্চা
বাবুদের বাবুআনাতে বাংলা তখন পানসা।
ফুলে ফুলে ছেয়ে যায় আজ শহিদ মিনার,
দিবস পেরোলে হয়ে যায় বখাটেদের দরবার।
জমতে থাকে সেই পুণ্যথানে আবার ময়লার স্তূপ,
সূর্য সন্তানেরা পাই না তো সূর্যের সোনালি ধুপ।
কালে কালে বিকশিত হোক একুশের প্রসারতা,
একুশের বুলিতে কাটুক নিরক্ষরের নিরক্ষরতা।
কোনো দিন না আসে যেন একুশের বুলিতে বাধা
একুশের বুলিতে সমৃদ্ধ হোক, বাংলার ইতিহাসের পাতা।