ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে নির্বাচনি প্রতীক বরাদ্দ

Developer Zone
ডিসেম্বর ১৮, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে নির্বাচনি প্রতীক বরাদ্দ

 

মো: মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে তিনটি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও-০১ আসনে ৪ জন, ঠাকুরগাঁও-০২ আসনে ৫ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

আজ সকাল থেকে তিন ধাপে তিনটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনটি আসনে দলীয় প্রার্থী ব্যতীত ৫ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঠাকুরগাঁও-০১ আসনে ৪ জন প্রার্থী দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ঠাকুরগাঁও-০২ আসনে ৩ জন প্রার্থী দলীয় প্রতীক ও ২ জন প্রার্থী ট্রাক ও সোফা সেট প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ঠাকুরগাঁও-৩ আসনে মোট দলীয় প্রার্থী ৩ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলার ৩টি আসনে ২১ জন মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাইকালে শতকরা একভাগ ভোটারের সম্মতি স্বাক্ষর না থাকায় ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়।আর ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ৩টি আসনে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দি হিসেবে অংশগ্রহণ করেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৫ হাজার ৬০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮১ হাজার ৬৮৮ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৯১২ জন। তিনটি আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭ টি।
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি ও আচরণ বিধি লঙ্ঘন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।