১৫ মার্চ ২০২৩ , ১১:৪৪:০৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃআগামীকাল সাংবাদিক পলাশ এর পুত্র প্রান্ত দাস এর শুভ জম্মদিন
বরিশালের তরুন সাংবাদিক বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সাংবাদিক পলাশ চন্দ্র দাস এর।একমাত্র পুত্র সন্তান প্রান্ত দাস এর আগামীকাল ১ চৈত্র বৃহস্পতিবার প্রথমতম শুভ জন্মদিন।
সাংবাদিক পলাশ দাস দীর্ঘদিন সুনামের সাথে বরিশালের বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটি সভাপতি দায়িত্ব পালন করেছেন।
প্রান্ত দাস এর জন্য সকলের কাছে আশির্বাদ কামনা চেয়েছেন প্রান্তর – বাবা- মা।
প্রান্ত দাস এর জম্মদিনের শুভেচ্ছা জানিয়েছ দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সাংবাদিকবৃন্দ। ও বরিশাল সংবাদ পত্রিকার সম্পাদক রুপন কর অজিত। খুলনা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিশ্ব’র প্রকাশক ও সম্পাদক বানিব্রত মজুমদার। প্রান্ত দাস এর জন্য আশির্বাদ কামনা করেছেন প্রান্তর ঠাকুরদাদু- ঠাকুরমা-কাকা- কাকি-দিদি-
দিদিমা-দাদু মাসি-মামা।