১৩ জুলাই ২০২৪ , ১:২০:৩৩ প্রিন্ট সংস্করণ
বেলকুচি চাঁদমেটুয়ানী আদর্শ মানব সেবা সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে দুইটা ছাগল বিতরণ।
মো: জাকারিয়া হোসেন
বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জ:
১৩/০৭/২৪ ইং সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা চাঁদ মেটুয়ানী আদর্শ মানব সেবা সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে দুইটা ছাগল দেওয়া হলো।
এসময় উপস্থিত ছিলেন ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ ছিদ্দিকুর রহমান।
উপস্থিত ছিলেন জনাব হাসান আলী (সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কলাগাছি) উপস্থিত ছিলেন অত্র সংঘঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং অত্র গ্রামের জনসাধারণ।
(খরচের হিসাব: দুইটা ছাগলের মুল্য মোট= ৫৮০০ টাকা, লেখনি খরচ= ৪০০ টাকা, ভ্যান ভাড়া = ২০০ টাকা। মোট খরচ=৬৪০০ টাকা )
এভাবেই এগিয়ে যাবে আদর্শ মানব সেবা সংগঠন চাঁদ মেটুয়ানী গ্রামের সকল স্বেচ্ছাসেবী সহযোদ্ধারা।
এভাবেই চেস্টা করবে গ্রামের গরীব অসহায় মানুষের পাশে যেকোনো সময় যেকোনো সমস্যা সমাধান করতে, বিশেষ করে প্রবাসী ভাইদের সহযোগিতা কামনা করছি।
আর্থিকভাবে কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে নিচে নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন সহযোগিতা পাঠাতে পারেন
মোঃ সাইদুল আরজু (অর্থ সম্পাদক) আদর্শ মানব সেবা সংগঠন চাঁদ মেটুয়ানী 01714564655 (বিকাশ, নগদ, রকেট)পারসোনাল।
যারা টাকা পাঠাবেন অবশ্যই জানাবেন কারন আমাদের হিসাব আপডেট দিতে হয়।
যোগাযোগ করতে পারেন
মোঃ শহিদুল ইসলাম প্রামাণিক (সভাপতি)
আদর্শ মানব সেবা সংগঠন চাঁদ মেটুয়ানী। মোবাইল নং- 01734673477