দেশজুড়ে

লাখাইয়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবার কে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২৩ , ৩:১০:৩৯ প্রিন্ট সংস্করণ

কামরুল হাসান সুজন
লাখাই-হবিগঞ্জ

সারা দেশের ন্যায় লাখাইয়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবার কে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০ ঘটিকায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার( ইউ,এন,ও) নাহিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।উল্লেখ্য লাখাইয়ে ১৪৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার তালিকাভূক্ত রয়েছেন। ইতিমধ্যে ১০৯ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। বাদবাকি ৩৫ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পর্যায়ক্রমে নির্মান সাপেক্ষে বরাদ্দ দেওয়া হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content