ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ

খানসামার রয়েল স্টার স্কুলের ১০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে

Developer Zone
মার্চ ৪, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নুর-আমিন ;খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের চৌরাঙ্গী বাজারে অবস্থিত রয়েল স্টার স্কুলের ১০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে পাঁচ জন ট্যালেন্টপুলে ও পাঁচ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
জানা গেছে,স্কুলটি থেকে মোট ১৭ জন শিক্ষার্থী প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক নির্দেশনায় এমন সফলতা এসেছে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, এবারের গত এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে শত ভাগ পাশের হার ছিল।পরীক্ষায় মোট ৯৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ‍A+ পেয়েছিল ৫৩ জন, A পেয়েছিল ৪১ জন এবং A- পেইয়েছিল ২ জন। উপজেলার প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন সফলতায় বেজায় খুশি এলাকাবাসীসহ অভিভাবক মহল ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আনোয়ার হোসেন সকালের সময়কে বলেন, এক ঝাঁক তরুণ মেধাবী প্রতিশ্রুতিশীল শিক্ষক মন্ডলীর নিরলস প্ররিশ্রমের ও শিক্ষার্থীদের কষ্টের ফসল এটি।
শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টায় স্কুলের গুনগত মান বজায় রাখায় এমন সফলতা এসেছে। ভবিষ্যতেও ভালো ফলাফল অব্যাহত রাখতে আরও নিবিড়ভাবে পাঠদান করা হবে।

শেয়ার করুন: