দেশজুড়ে

শিক্ষার আলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে: এমপি মহিব

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৩ , ৫:৩৭:০৮ প্রিন্ট সংস্করণ

 

মোঃ হানিফ মিয়া, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী ৪- আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব (এমপি) বলেছেন, সমাজের যে কোন জায়গায় তুমি যদি ভাল করতে চাও তাহলে তোমার উচিত নিয়মিত লেখা পড়া করা এবং নিজেকে সুশিক্ষিত করা। শিক্ষার আলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে প্রতিটি ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক উন্নতি হয়েছে।

শনিবার সকাল ১০ টার সময় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলউদ্দিন মাস্টার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৪- আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব (এমপি),  বিশেষ অতিথি কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. জাহিদুর রহমান জাহিদ, মৌডুবি আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেল, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ছাটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সান্টু, বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন হাওলাদার, মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মাহমুদ সিপন প্রমূখ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content