আইন

শাহজাদপুরে দুই মহিলা চোরকে হাতেনাতে ধরা

ডেস্ক রিপোর্ট

৭ এপ্রিল ২০২৩ , ১২:২২:১৮ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ দেলোয়ার হোসেন
স্ট্যাফ রিপোর্টার ( সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি)

সিরাজগঞ্জ শাহজাদপুরে “আবু ইউসুফ প্লাজা রাবেয়া বস্ত্রালয়ে” দুই মহিলা চোরকে হাতেনাতে ধরে ফেললো ওই দোকানের স্টাফ মো সুমন হোসেন, দৈনিক বাংলাদেশে সংবাদ পত্রিকায় জানায়, ইফতার মূহুর্তে একদল মহিলা কাস্টমার এসে দোকানে ভীর জমায় তখন এদের মধ্যে ২জন মহিলা ২৫ পিছের ১ পেটি কাপড় থাপা দিয়ে ধরে দৌড় দিতে নেয় তখন আমার চোখে সেটা ধরা পড়লো আমি সাথে সাথে সেই মহিলাদের কে দৌড়ে ধরে ফেলি। মহিলা চোরদের কাছে পরিচয় জানতে চাওয়া হলে প্রথমে ভুল ঠিকানা জানায়
পরে যখন তাদেরকে শাস্তির কোথা জানানো হয় তখন বলে টাংগাইল,উক্ত ঘটনা ঘটে যাওয়ার পরপরই শাহজাদপুর বণিক কল্যান সমিতির সেক্রেটারি এসে বিচার সমাপ্ত করেন

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content