২১ মার্চ ২০২৩ , ১০:২০:১৪ প্রিন্ট সংস্করণ
টনি পাল, চট্টগ্রাম স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বৈতরণী পল্লীবাসীর উদ্যোগে ১৬ ও ১৭ই মার্চ, বৃহস্পতি ও শুক্রবার ৪৬ তম সার্বজনীন মহতী ধর্মসম্মেলন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়। বৈতরণী উৎসব উদযাপন কমিটির সভাপতি নিমাই দাশ (বাসু) ও সাধারণ সম্পাদক দিপংকর দাশ এর পরিচালনায় উক্ত ধর্মসম্মেলনের সভাপতিত্ব করেন বিমল কান্তি দাশ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী রমাকান্তজী মহারাজ, শুভ উদ্ভোধক ও স্বাগত বক্তব্য রাখেন বৈতরণী শ্রী শ্রী হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট অনিল দাশ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুকলাল শীল। প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী শ্রী শ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ডাঃ অর্চনা ভট্টাচার্য, তাপস সরকার, রোজী দাশ, সুনিল সরকার, সুনান্টু দাশ, উজ্জ্বল ভট্টাচার্য, অবঃ প্রধান শিক্ষক হারাধন শর্মা সহ প্রমুখ। উক্ত মহানামযজ্ঞে নামসুধা পরিবেশন করেন শ্রী গোপাল জিউ সম্প্রদায় – সিলেট, শ্রী ব্রজেশ্বরী সম্প্রদায় – গোপালগঞ্জ, শ্রী প্রভু নিত্যানন্দ সম্প্রদায় – ভোলা, শ্রী বিশ্ববন্ধু সম্প্রদায় – গোপালগঞ্জ। ১৭ই মার্চ শুক্রবার বিশেষ আকর্ষণ হিসেবে ছিলো নিঃস্বার্থ নবজীবন সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি, যেখানে ভক্তদের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। মহোৎসবে ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয়।