২১ ফেব্রুয়ারি ২০২৩ , ২:১৯:০০ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলায় সকল সেক্টরের মানুষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জয়পুরহাট জেলার জেলা,উপজেলা,থানা, ইউনিয়ন বিভিন্ন সেক্টরে মানুষ গুলো । সাথে সেচ্ছাসেবী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ।
এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।