২ এপ্রিল ২০২৩ , ৭:১৪:৪১ প্রিন্ট সংস্করণ
মোঃ আল- মামুন। আমতলী প্রতিনিধি
করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ এ শ্লোগানে বরগুনা আমতলীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
রবিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (নব নির্বাচিত) চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মনজুরুল হক কাওসার, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন,প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, জাটকা সংরক্ষণে হাটবাজার ও আড়তে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা এবং সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি বেআইনি জাল বিক্রয় কেন্দ্রে অভিযান চালানো হবে।