২ মার্চ ২০২৩ , ৫:০২:৫০ প্রিন্ট সংস্করণ
মোঃ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ।
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই স্লোগানকে সামনে রেখে পালিত হল সারা বাংলাদেশ ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে ৫ম জাতীয় ভোটর দিবস ২রা মার্চ ২০২৩।
আজ বৃহস্পতিবার ২রা মার্চ বাংলাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্প্রসারিত হল রুমে আলোওচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে।
আলোচনা সভা ও র্যালীতে উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন আবুল,
মাধ্যমিক শিক্ষা অফিসার মো:এমদাদুর রহমান তালুকদার,বীরমুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম,বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,উপজেলা আইসিটি অফিসার রণজিৎ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম,সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন,।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আসের উদ্দিন অফিস সহকারি ও ডাটা এন্টি অফিসার আব্দুল মান্নান প্রমুখ। বাংলাদেশের মোট ভোটার ১১কোটি ৯১ লক্ষ ৫১ হাজার ৪৪০জন।এর মধ্যে দৌলতপুরে ভোটার সংখ্যা ১লক্ষ ৪৮ হাজার ৯১৩ জন।পুরষ ৭৪ হাজার ৬৩৬ জন।মহিলা ৭৪ হাজার ২৭৭ জন।