৭ এপ্রিল ২০২৩ , ৯:০৪:৩৬ প্রিন্ট সংস্করণ
মাইনুল ইসলাম মামুন পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহলের সামাজিক সংগঠন সিএএম যুব সংঘ ও সি এ এম ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডে ঈসা খাঁন সুপার মার্কেট মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রিয়াজ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলামের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এসময় ইফতারের আগ মুহূর্তে সংগঠনের সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতা ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া পরিচালনা করেন,সেখ মনির আহমেদ মহল্লী।