দেশজুড়ে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি

ডেস্ক রিপোর্ট

১৫ মার্চ ২০২৩ , ১১:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ

 

মোঃ সাদিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। ১৪ই মার্চ মঙ্গলবার সকালে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে এ কার্যক্রম পরিচালনা করে স্বোচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক।

উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, সহ-প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ।

এরপর দিনব্যাপী বিদ্যালয় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি রাশেদ আহমেদ, সম্পাদক লিটু মিয়া, দপ্তর সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক মিশকাতুল, সহ-প্রচার সম্পাদক সাদিকুল, সদস্য আলমগীর, আব্দুর রহমান, শরিফুল ইসলাম, জাহানারা, হাফিজা, রাজিয়া সুলতানা প্রমুখ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content