দেশজুড়ে

লালমনিরহাটে পিকনিকের বাসে দুর্ঘটনার শিকার, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

১২ মার্চ ২০২৩ , ১১:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ

 

রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধি.

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী নুরে সাকিনা ইসলামিয়া মাদ্রাসার মশিউর রহমান (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ মার্চ) দুপুরে দিনাজপুর স্বপ্নপুরী এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান কাকিনা ইউনিয়নের বিধুয়ার মাল্লি এলাকার একেবার আলীর ছেলে।
জানা গেছে রোববার, নুরে সাকিনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী দিনাজপুরের স্বপ্নপুরী শিক্ষা সফরের উদ্দেশ্যে একটি বাস রহনা করেন। বেলা সাড়ে ১১ টার দিকে স্বপ্নপুরীর কাছাকাছি বাসটি পৌঁছিলে বাসের জ্বানালা দিয়ে ওই শিক্ষার্থী মাথা বের করে দিলে বিদ্যুতের খুঁটিতে মাথা লেগে যায়। এতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল নেওয়ার পথে মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম রসূল বলেন, এ বিষয় নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content