দেশজুড়ে

চট্টগ্রাম আদালত পাড়ার পরিচিত মুখ অ্যাডভোকেট সোমেশ চন্দ্র দাশ

ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:২২:৫৩ প্রিন্ট সংস্করণ

 

চট্টগ্রাম স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম আদালত পাড়ার পরিচিত মুখ অ্যাডভোকেট সোমেশ চন্দ্র দাশ ।আইন পেশার উন্নয়ন ও গবেষণায় তিনি অনবদ্য ভূমিকা রাখছেন। সাধারণ জনগণকে আইনী সেবা প্রদান ও ন্যায়বিচার প্রাপ্তিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তার জীবনের গল্প শুনিয়েছেন। তিনি বলেন , “ছোটবেলা থেকেই আইনজীবী হওয়ার জন্য মা বাবা উৎসাহ দিতেন। মূলত মা বাবার ইচ্ছেতেই আইনি পেশাতে আসা। আইন পেশা স্বাধীন ও চ্যালেঞ্জিং পেশা মনে হয়েছে। আর আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এ কারণেই আইন পেশা বেছে নেওয়া।” তিনি আরো বলেন, “বিনা পরিশ্রমে যেমন পাহাড়ের চূড়ায় উপনীত হতে পারেন না পর্বতারোহী তেমনি কষ্ট করা বা পরিশ্রম ছাড়া জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করা কারো পক্ষে সম্ভব নয়।বরং সংকটের মোকাবেলায় দৃঢ়তা এবং ব্যাপক চেষ্টা-প্রচেষ্টা চালানো দরকার ।আমি কখনও ধৈর্যহীন ও নিরাশ হয়নি।কারণ আমি জানাতাম ধৈর্য্যের ও সংগ্রামের ফল সাধারণতঃ খুবই মিষ্টি হয়ে থাকে।” আদর্শ আইনজীবীর গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আইন পেশা চ্যালেন্জিং। প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হতে হয়।আদর্শ আইনজীবী হতে হলে তাঁকে কৌশলী, বিচক্ষণ, গভীর জ্ঞানী সর্বোপরি ধৈর্যশীল হতে হবে।” তরুণ আইনজীবী যারা নতুন আইন পেশায় আসতে চায় তাদেরকে উদ্দেশ্যে করে তিনি বলেন, “যারা শর্টকাট পথ খোঁজেন, তাদের জন্য আইন পেশা নয়।অল্পতে হতাশ হয়ে পড়লে চলবে না এ পেশায় লেগে থাকতে হবে।নিষ্ঠা, সততা, একাগ্রতা থাকলে যেকোনো চাওয়াই পূরণ হবে। তরুণ আইনজীবীদের শুরুতে টাকা আয়ের পেছনে ঘুরার প্রয়োজন নেই। জ্ঞানের পেছনে নজর দিতে হবে। সময় আসবে টাকা ইনকাম করার। টাকা একদিন পেছনে ঘুরবে।তবে আইনজীবী হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। সাফল্য নয়, সার্থকতায় বিশ্বাসী হতে হবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ” জীবন মানেই সংগ্রাম। আর এ সংগ্রামে টিকে থাকতে হলে, জয়লাভ করতে হলে, পরিশ্রম ছাড়া বিকল্প নেই। মানুষ ইচ্ছা করলেই নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম দ্বারা নিজের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে।মেধা ও স্বপ্নের যোগ হলে সফলতা আসবেই। তাই সাফল্য অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে।”

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

পাইকগাছায় মহিলা মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের দাদনের টাকা ফেরত চাওয়ার অপরাধে মিতা রাণী মন্ডল (৩০) মহিলা চিংড়ী ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামে ঘটনাটি ঘটেছে। মিতা মন্ডল স্থানীয় ঘের মালিক পরিমল সর্দারেরকে ঘেরের মাছ মিতা রানীর কাছে বিক্রয় করবে মর্মে ২৫ বছর আগে ৫০ হাজার টাকা দাদন দেন। এদিকে মাছ বা টাকা বারবার তাকাদা দিলেও পাওনা টাকা ফেরৎ দিতে নানা তালবাহানা করে আসছে পরিমল।ঘটনার দিন মিতা রানী চিংড়ী মাছ কিনে বাড়ি ফেরার পথে তার বাড়ীতে তাকাদা দিতে গেলে পরিমলের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং এবং প্রাণনাশের হুমকি দেয়। মিতা রানী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার ব্রজ কিশোর পাল জানান,অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পরিমল বলেন,এধরণের কোন ঘটনা ঘটেনি। সে আমার কাছে ৭৫০২ টাকা পাবে। আমার নামে মিথ্যা অভিযোগ করছে।

সরকারি কোষাগারে রাজস্ব না দিয়ে রাজাস্ব যায় টোকেন বাণিজ্যের মূল হোতা দেলোয়ারের পকেটে

টেকনাফ স্থল বন্দরের লেনদেন ড্রাফট’র পরিবর্তে এলসি’র আওতায় আনার দাবী ব্যবসায়ীদের এতে রাস্ট্র এবং ব‍্যবসায়ী উভয়ই লাভবান হবে বলে অভিমত !

রূপগঞ্জে সাংবাদিক সোহেলের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতাকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন।

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান।

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।