২২ মার্চ ২০২৩ , ১০:০০:৩৩ প্রিন্ট সংস্করণ
আঃ হান্নান আল আজাদ
আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মোস্তফা কামাল স্কুল কমিটির সভাপতি কর্তৃক দেওয়া বিগত ১৬-০৩-২০২৩ ইং তারিখের নিয়োগপত্র মোতাবেক যার স্মারক নং ০৩/২৩ আজ ২২-০৩-২০২৩ ইং তারিখ সকাল ১০-০০ ঘটিকায় ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়, উপজেলা নান্দাইল, জেলা ময়মনসিংহ এ যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি কামরুল হোসেন টিটু সাবেক প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন স্কুল কমিটির সকল সদস্য সকল শিক্ষক মন্ডলী এবং এলাকার বর্তমান ও সাবেক ইউপি সদস্য বৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাহার যোগদান সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। তার স্থায়ী ঠিকানা নামঃ মোঃ মোস্তফা কামাল ইনডেক্স নং ৪৪৩৬৮৭ পিতা- মোঃ মোখলেছুর রহমান, মাতা – রাহেলা খাতুন, গ্রাম- জাটিয়া, ডাক- জাটিয়া, উপজেলা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ। স্কুলের ছাত্ররা এ সময় ফুলের তোড়া দিয়ে নতুন প্রধান শিক্ষককে বরন করে নেয় এবং ছাত্ররা বলেন আপনার মতো একজন শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তির সান্নিধ্য আমরা পেতে যাচ্ছি এ আনন্দে আমরা উদ্বেলিত। আপনার মহান শিক্ষায় আমরা শিক্ষিত হব, আপনার মহিমায় মহিমান্বিত হব, আপনার আলোকোজ্জ্বল জ্ঞানের প্রদীপে আলোকিত হব। আমরা পথ চলব আপনার শেখানো আদর্শকে বুকে ধরে। আপনার প্রেরণা আমাদেরকে জোগাবে নতুন উৎসাহ।