ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ

শাহজাদপুর উপজেলা বাঘাবাড়ীতে রাতের আঁধারে ইন্টারনেট ব্যবসায়ীর ক্যাবল চুরি দেখার কেউ নেই ।

Developer Zone
মার্চ ১৯, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

শাহজাদপুর দিলরুবা বাস স্ট্যান্ড থেকে বাঘাবাড়ি ব্রিজের ওপার পর্যন্ত ইন্টারনেট কোম্পানি ARS,নেটওয়ার্ক-টার্গেট করে রাতের অন্ধকারে ARS,নেটওয়ার্ক কোম্পানির ইন্টারনেট ক্যাবল অপটিক্যাল ফাইবার,টিজি,সুইচ,ও নেটওয়ার্কিং যন্ত্রাংশ,চুরি সহ নষ্ট করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এ আর এস নেটওয়ার্ক, দীর্ঘদিন যাবৎ শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড হতে বাঘাবাড়ী এলাকায় কর্পোরেট অফিস যেমন পল্লী বিদ্যুৎ, ফায়ার স্টেশন,ফুয়েল স্টেশন,মিল্ক ভিটা (BDP) পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি (PGCL)গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (GTCL ) ব্যংক,আঞ্চলিক আবহাওয়া অফিস বাঘাবাড়ি,প্রাণ ডেইরি, ইগলু ডেইরি আকিজ ডেইরি সহ বিভিন্ন কর্পোরেট কার্যালয়ে ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। ARS,নেটওয়ার্ক,কোম্পানির ইনচার্জ কাজল সরকার জানান। প্রায় তিন চার বছর একাধারে বিশেষ দিন টার্গেট করে কিছু লোকাল ইন্টারনেট ও ডিস্ ব্যবসায়ী ঈর্ষার্ণিত হয়ে রাতের অন্ধকারে মেইন ইন্টারনেট ক্যাবল অপটিক্যাল ফাইবার,টিজি,সুইচ,ও নেটওয়ার্কিং যন্ত্রাংশ,চুরি সহ নষ্ট করছে। যা উপরোক্ত উলেখ্য কোম্পানির সেবা ব্যাহত হচ্ছে ও আমরা অর্থনৈতিক লক্ষ লক্ষ টাকা ক্ষতি গ্রস্থ হচ্ছি । তিনি আরো বলেন আমার জানা মতে ইন্টারনেট ও ডিস্ ব্যবসায়ী ছাড়া। ক্যাবল বা ইন্টারনেট যন্ত্রাংশ সাধারণ পাবলিক চেনা ও জানার বাইরে। এ অবস্থা চলতে থাকলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো বলে তিনি জানান।

শেয়ার করুন: