খেলাধুলা

চৌফলদন্ডীতে শেখ রাসেল আন্ত: খামার পাড়া ফুটবল টুর্নামেন্টের বনাঢ্য উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

২২ ফেব্রুয়ারি ২০২৩ , ২:০১:৩০ প্রিন্ট সংস্করণ

 

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ফুটবল একা ডেমী কর্তৃক আয়োজিত শেখ রাসেল আন্ত: খামার পাড়া জুনিয়র (অনুর্ধ-১৩) ফুটবল টুর্না মেন্টের বনাঢ্য উদ্বোধন হয়েছে।

২১ ফ্রেরুয়ারী বিকেলে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেছেন,
নারী জাগরণের অগ্রদূত, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ এমপি। প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, কক্সবাজার প্রেসক্লাব সহ সভাপতি আয়াছুর রহমান, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এহেচানুল হক,সাধারণ সম্পাদক শাহজাহান মনিরসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা।

চৌফলদন্ডী ফুটবল একাডেমী সভাপতি মুহাম্মদ এচারুল করিমের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, জেলা ফুটবল দলের কোচ মাসুূদ আলম,জেলা ফুটবল এসো সিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, নির্বাহী সদস্য খালেদ মোহাম্মদ আজম (বিপ্লব)।
এতে উদ্বোধনী খেলায় খামার পাড়া মরহুম শাহ এমরান সৃতি সংসদ ৫-২ গোলে খামার পাড়া মরহুম এহেসান সৃতি সংসদকে পরাজিত করে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content