ঢাকাশনিবার , ২৫ মে ২০২৪
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

Developer Zone
মে ২৫, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

লোহাগড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাশেদ রাসু, লোহাগড়া থেকে

নড়াইলের লোহাগড়া উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (২৫ মে) ভোরের দিকে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. জাকারিয়া লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন।

পুলিশ জানায়, মো.জাকারিয়া নামে ওই ব্যক্তিকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। এ মামলায় গ্রেফতারের ভয়ে জাকারিয়া দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এলে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এফ এম হাসিবুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকিজুর রহমান অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গ্রেফতারের পর আসামিকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান।m

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।