২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:০২:২৩ প্রিন্ট সংস্করণ
মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা
আজ সোমবার(২০ ফেব্রুয়ারী) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার টমছম ব্রিজ বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। মুরগী, মাছ, মাংস ও নিত্যপণের বাজারে পরিচালিত এ তদারকি অভিযানে ওজনে কারচূপি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযানে ওজনে কারচূপি করায় সাবরিনা ব্রয়লার হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারচূপির কাজে ব্যবহৃত পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে মুরগী বিক্রি করায় মুন ব্রয়লার হাউজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সকলকে সচেতন করতে হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।