অপরাধ

যশোরের ফল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

যশোরের ফল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে আকিকুল ইসলাম (৫০) নামে এক ফল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার দিবাগত গভীর রাতে যশোর শহরের মুজিব সড়কের মডেল মসজিদের গলির ভিতরে এ ঘটনা ঘটে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত আকিকুল ইসলাম যশোর ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
নিহতের ভাই তরিকুল ইসলাম জানায়, ভাই আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ফলের দোকান আছে। রাত ৯ টার পরে ঝিকরগাছা এলাকায় ছিল। গভীর রাত্রে খবর পাই ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এসেছে।
প্রশ্ন করলে জানান, পুলিশের কাছে জানতে পেরেছি একজন নারী মোবাইল ফোনে তাকে ডেকে এনে বালির মধ্যে মুখ চেপে ভাইকে হত্যা কর হয়েছ। ভাই আকিকুলের দুই মেয়ে এবং এক ছেলে সন্তান রয়েছে।
জানতে চাইলে, যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, রাতেই নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের বর্গে পাঠানো হয়েছে। কি কারনে কেন কারা আকিকুল কে হত্যা করেছে তা এই মুহূর্তে জানা যায়নি। এই হত্যাকাণ্ডে পুলিশের একাধিক একাধিক টিম মাঠে কাজ করছে।
জানতে চাইলে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য পাওয়া গেছে অচিরেই ঘটনার সাথে জড়িতদের আটক করতে পারব।
নারীর মোবাইল ফোনে যশোর এসেছে নিহত আকিকুল এমন প্রশ্নের জবাবে রূপবান বলেন, সবকিছু মাথায় নিয়েই কাজ করছি। খুব তাড়াতাড়ি মিডিয়াকে জানাবো।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content