১৭ মার্চ ২০২৩ , ২:৫৩:২৬ প্রিন্ট সংস্করণ
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি করে পালিয়ে যাওয়ার পথে ধরা পরেছে এক গ্রাম পুলিশ সদস্য।
বৃহস্পতিবার(১৬ মার্চ) দিবাগত-রাতে রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেন পাড়া গ্রামের প্রদীপ চন্দ্র সেনের বাসায় এই ঘটনা ঘটে। আটককৃত গ্রাম পুলিশ সদস্য বেলাল হেসেন(৩৫) রুহিয়া পশ্চিম ইউনিয়নের চানপাড়া গ্রামের মতিউর রহমান মতির ছেলে।
প্রদীপ চন্দ্র সেন জানায়, আমাদের পার্শ্ববর্তী বাড়িতে ধর্মীয় গান হচ্ছিল আমরা স্ব-পরিবারে সেখানে অবস্থান করছিলাম। হঠাৎ বেলাল হেসেন কে আমার বাসা থেকে বের হতে দেখে সন্দেহ হয়। সাথে সাথে বাসায় গিয়ে দেখি বাসার গেটের তালা ভেঙে স্বর্ণের জিনিসপত্রসহ টাকা নিয়ে গেছে চোর। এসময় স্থানীয়দের সহযোগিতায় বেলালকে আটক করা হয় এবং পুলিশ বেলাল এর নিকট থেকে স্বর্ণের জিনিসপত্র উদ্ধার করে।
রুহিয়া থানায় অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, চুরির বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগেও গ্রাম পুলিশ সদস্য বেলাল চুরি করতে গিয়ে ধরা পরে। সেই মামলায় তিনি চাকরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত রয়েছেন।
উল্লেখ থাকে যে, গত ২৪ ডিসেম্বর রাতে রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহাড়ি পুকুর পাড় এলাকায় মৃত মনসুর আলীর ছেলে হারুন রশীদের বাড়িতে চুরির করে পালানোর সময় বেলাল হোসেন কে আটক করে এলাবাসী।