দেশজুড়ে

তাহিরপুরে, জাতির জনক শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয়  শিশু দিবস পালিত

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৩ , ১০:৪৪:৫৫ প্রিন্ট সংস্করণ

 

এস এ আখঞ্জী তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ- দিবস উপলক্ষে, আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, জন্মদিনের কেক কেটে, রুহের মাগফেরাত কামনা করে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ১৭ ই মার্চ শুক্রবার দুপুরে উপজেলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।
শেষে উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।

সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, আওয়ামীলীগ নেতা মিলন তালুকদার, ডা. সুধাংশু মোহন গাঙ্গুলী, বাবুল মিয়া, যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রাম, জিয়া উদ্দিন, সাজিদ মিয়া, অনির্বান দাস, আবু শামা, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, সাংবাদিক আবিকুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও সুপ্রভাত চাকমা।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content