ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ

আমি„ মুরশিদ বা আলেম হিসাবে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)’র মত কে গ্রহন করি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Developer Zone
মার্চ ১৪, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

১.ছাহেব কিবলাহ (রহঃ),
মাযহাবে ছিলেন, ইমামে আযম আবু হানিফার অনুসারী। এবং তরিকায়- চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দেদিয়া এবং মুহাম্মদিয়া সিলসিলা অনুসারী ছিলেন।
আমি-সব একসাথে পেয়ে গেলাম, যদিও আমি দুরর্বল পরিপূর্ণ অনুসারনে, দোয়া চাই।

২.মোট কথা -ছাহেব কিবলাহ রহঃ’র অন্ধ অনুসারী নয়, ভালো করে জেনেছি, তাহার ইতিহাস ও জিবনী, তাই অনুসারন করি।

৩.এক সাথে – মাজহাব, সিলসিলা ও আহলেসুন্নত ওয়াল জামাতের মত অনুসারে আমার মুরশিদ কে পেয়েছি,

৪.কয়েকটি গুনাগুন আছে, তিনি যেমন “খানকাহে পীর রাজপথে বীর”। জামানার মুজাদ্দিদ ছিলেন, জিহাদের ক্ষেত্রে শির উচু ছিল, আমি বা আমরা ঐক্যের জন্য উপহার “আল ইসলাহ-তালামিয”। মানব সেবায় আমার নজরে খুব কম আছেন তাহার মত। তিনি ইয়াতিমের ছায়া অসহায়ের আশ্রয়। বাতিলে সাথে আপোষহীন ছিলেন। আশিকে রাসুলুল্লাহ (সাঃ’)দের নয়ন-মনি ছিলেন।

৫.মূল কথা, বর্তমানে ছাহেব-জাদা’রা একই পথের অনুসারী। আমি, তাদের সাথে থাকলে আমার লাভ আছে, রাসুলুল্লাহ সাঃ এর শান মান সহ মহব্বত অন্তরে পয়দা হবে। আহলেসুন্নত ওয়ালজামাতের মত মানতে মত ও পথ অনুসারনে সহজ হবে। আল্লাহর ওলীদের ছায়ায় ও দোয়ায় থাকবো।ইনশাল্লাহ।

(আমার ব্যাক্তিগত মত)

শেয়ার করুন: