ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় নেশার যন্ত্রণায় কাজীর আত্মহত্যা

Developer Zone
মার্চ ১৫, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাজেদুর রহমান ( মাজদার) পুটিয়া রাজশাহীঃ 

পুঠিয়ায় নেশার যন্ত্রণায় মেহেদী হাসান (৩৭) নামের এক কাজী আত্নহত্যা করেছে। নিহত কাজী মেহেদী হাসান পুঠিয়া পৌরসভার সদর কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের মওলানা মমিনুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুর ২টার সময় নিজ শয়ন কক্ষে এ আত্নহত্যার ঘটনাটি ঘটে। নিহত মেহেদী হাসানের পারিবারিক সূত্রে জানাগেছে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে পুঠিয়া ইউনিয়নের কাজীর দায়িত্ব পালন করে আসছিলেন। বেশ কয়েক বছর থেকে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ কারণে তার আত্নীয় স্বজনের তাকে শয়ন কক্ষে তালাবদ্ধ করে রাখে। এসময় সে নেশার যন্ত্রণায় চিৎকার শুরু করে। দুপুরে তার বাবা জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। পরে নামাজ শেষে বাড়ি ফিরে মেহেদী হাসানের কোন সাড়াশব্দ না পেয়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখেন মেহেদী ঘরের তীরের সাথে ঝুলে আসে। এসময় তিনি বাড়ির অন্যান্য সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।