ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের ‘বউ’ দাবি করার ব্যাখ্যা দিলেন

Developer Zone
মে ৩১, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

শাকিবের ‘বউ’ দাবি করার ব্যাখ্যা দিলেন অপু বিশ্বাস।

আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক ঢাকা

২৮ মে চলচ্চিত্রে ২৫ বছর পার করলেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। তাঁর অনেক সহশিল্পী থেকে শুরু করে অগণিত ভক্ত-দর্শক ও শুভাকাঙ্ক্ষী দিনটিকে ধরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় তাঁর সাবেক স্ত্রী অপু বিশ্বাসও আছেন। ছোট্ট স্ট্যাটাসের মাধ্যমে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। তবে সেই স্ট্যাটাস পড়তে গিয়ে কারও কারও কাছে একটি শব্দ ঘিরে রহস্যও জাগতে পারে।
ভালোবাসার ইমোজি দিয়ে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘৭২ মুভি, “কোটি টাকার কাবিন”, স্ত্রী, আব্রাম খান জয়।’ শেষে গিয়ে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’ তবে অপুর স্ট্যাটাসে ‘ওয়াইফ’ শব্দটি ঘিরে অনেকেই রহস্য খুঁজছেন।

অপু জানান, চলচ্চিত্রে শাকিব খানের ২৫ বছরের জীবনের সঙ্গে তাঁর অনেক কিছুই জড়িয়ে আছে। যেটি স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে আলাদা আলাদা করে লিখেছেন তিনি।
এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি “কোটি টাকার কাবিন”। তার আগে তিনি অনেক ছবিই করেছেন। কিন্তু এই “কোটি টাকার কাবিন” ছবিই শাকিবের অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তাঁর জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি। আমিই তাঁকে প্রথম সন্তান উপহার দিয়েছি। তাই আমি মনে করি, শাকিব খানের অভিনয়জীবনের সফলতার ২৫ বছরের পথে পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায়।’
এই নায়িকার বক্তব্য, ‘শাকিব খান আমার সন্তানের বাবা। সেই হিসেবে তাঁর সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি। দোয়া করছি, এই সফলতা আরও দ্বিগুণ হোক। শাকিবের এই সফলতার চাকা আরও ২৫ বছর গড়িয়ে চলুক, আমি তাঁর সন্তানের মা হিসেবে, তাঁর একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব।’

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।