দেশজুড়ে

টেকসই শিক্ষা সংস্কৃতি বিনির্মাণে সম্মিলিত অংশ গ্রহণ অপরিহার্য– রবি ভিসি।

 

মো: জাকারিয়া হোসেন, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ০৩ মার্চ ২০২৩খ্রী:(শুক্রবার) শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
এসময় প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বাংলাদেশের একটি টেকসই শিক্ষা সংস্কৃতির বিনির্মাণে সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য এবং বাংলাদেশের শিক্ষাকে উৎপাদন মুখী এবং টেকসই করতে হলে শিক্ষার সঙ্গে দুটি বিষয়ের সংযুক্তির কোন বিকল্প নেই। একটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা, অন্যটি হচ্ছে বাংলাদেশের আবহমান কাল ধরে চর্চা সংস্কৃতির উপকরণ।
যদি এই দুটি বিষয়কে আমরা আমাদের শিক্ষা প্রদান পদ্ধতি এবং শিক্ষার যে কারিকুলাম তার সঙ্গে যুক্ত করা যায় তাহলে আমাদের আজকের শিক্ষার্থীরা বাংলাদেশের গৌরব উজ্জ্বল অধ্যায় এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে এবং যারা দেশের জন্য আত্মবলিদান করেছেন, তাঁদের বীরত্বে গাঁথা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।


রবি ভিসি বলেন, এই বিষয় গুলো সম্পর্কে তাদের যদি সম্যক ধারণা দেয়া হয়, তাহলে তারা গৌরবান্বিত বোধ করবে এবং নিজেরা আত্ম বিশ্বাসী হয়ে গড়ে উঠবে। তাদের যে প্রজ্ঞা এবং অর্জিত জ্ঞান তার সঠিক ব্যবহারটি দেশের প্রয়োজনে বিনিয়োগে সমর্থ হবে। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাষ্ট্রের সাথে সম্মিলিত ভাবে দায়িত্বটি পালন করতে হবে। মুক্তিযুদ্ধের যে গৌরব উজ্জ্বল সময় সেই সময়ে প্রতিষ্ঠিত এই কলেজের একটি গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানের কিছু দায়িত্বও রয়েছে। ইতিপূর্বে এই কলেজ যে ভাবে তার দ্বায়িত্ব পালন করেছে, আমরা আশা করি ভবিষ্যতেও তারা সেই ধারাতেই শিক্ষা ব্যবস্থা পরিচালিত করবে, এবং একটি স্বনির্ভর উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে।
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ হোসেন, উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক কাশীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content